৪.আমাদের অর্জনসমূহঃ
জেলা সমাজসেবা কার্যালয় মৌলভীবাজার শুরু হতে ২০১৭-১৮ অর্থ বছর পর্যন্ত অর্জনসমূহঃ
১.সামাজিক নিরাপত্তা কর্মসূচিঃ
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গৃহীত কার্যক্রম এর আওতায় অর্জনঃ
ক.বয়স্ক ভাতাঃ সুবিধাভোগীর সংখ্যা ৫০১২৯ জন। মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। |
খ.বিধবা ও স্বামী পরিত্যক্তা দৃঃস্থ মহিলা ভাতাঃসুবিধাভোগীর সংখ্যা ১৪৪৮২ জন। মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। |
গ.অসচ্ছল প্রতিবন্ধী ভাতাঃ সুবিধাভোগীর সংখ্যা ১২১১৯ জন। মাসিক ৭০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। |
ঘ.প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিঃ সুবিধাভোগীর সংখ্যা ১২১২ জন। প্রাথমিক স্তরঃমাসিক ৫০০ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়। মাধ্যমিক স্তরঃমাসিক ৬০০ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়। উচ্চ মাধ্যমিক স্তরঃমাসিক ৭০০ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়। উচ্চতর স্তরঃমাসিক ১২০০ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়। |
ঙ.চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি *খাদ্য ও উপকরন সহায়তা-সুবিধাভোগীর সংখ্যা ৪৩৪০৪জন। (১৫কেজি চাল,৫কেজি আটা,৩কেজি ডাল,৫কেজি আলু,২লিটার ভোজ্য তেল,২টি সাবান,১টি লুঙ্গি ও ১টি শাড়ী)বছরে ৫০০০ টাকা সহায়তা প্রদান করা হয় । *আর্থিক অনুদান-সুবিধাভোগীর সংখ্যা ৮০০০ জন। এককালীন ৫০০০ টাকা অনুদান প্রদান করা হয় । |
চ.ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজ ও জন্মগত হৃদরোগীদের অনুদানঃ সুবিধাভোগীর সংখ্যা ৪৪৩ জন। এককালীন ৫০০০০ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয় । |
ছ.বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বিশেষ ভাতাঃ সুবিধাভোগীর সংখ্যা ৪০২ জন। মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।
|
জ.বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা উপবৃত্তিঃ সুবিধাভোগীর সংখ্যা ১৩৯ জন। প্রাথমিক স্তরঃমাসিক ৩০০ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়। মাধ্যমিক স্তরঃমাসিক ৪৫০ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়। উচ্চ মাধ্যমিক স্তরঃমাসিক ৬০০ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়। উচ্চতর স্তরঃমাসিক ১০০০ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়। |
ঝ.হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বিশেষ ভাতাঃ সুবিধাভোগীর সংখ্যা ১৭ জন। মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। |
ঞ.হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা উপবৃত্তিঃ সুবিধাভোগীর সংখ্যা-২১ জন। প্রাথমিক স্তরঃমাসিক ৫০০ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়। মাধ্যমিক স্তরঃমাসিক ৬০০ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়। উচ্চ মাধ্যমিক স্তরঃমাসিক ৭০০ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়। উচ্চতর স্তরঃমাসিক ১২০০ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়। |
ট.ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর উন্নয়ন কর্মসূচিঃ সুবিধাভোগীর সংখ্যা ১৫৫০ জন। এককালীন ৫০০০ টাকা অনুদান প্রদান করা হয় । |
২. আর্থসামাজিক উন্নয়ন কর্মসুচিঃ
সুদমুক্ত ক্ষুদ্র ঋন ও সামাজিক বিভিন্ন কর্মসুচির সম্পৃত্তায় মাধ্যমে আর্খসামাজিক উন্ননয় করা গৃহীত অর্জনঃ
কার্যক্রম |
বরাদ্দকৃত অর্থ |
উপকারভোগীর সংখ্যা |
পল্লী সমাজসেবা কার্যক্রম |
১৯২৭২৩৩৩ |
৯৮১৭ জন |
পল্লী মাতৃকেন্দ্র |
৬২৬২১০০ |
২৮০৮ জন |
দগ্ধজনিত ও প্রতিবন্ধী পূনর্বাসন |
১১৪৪২০২২ |
১৪৯৮ জন |
আশ্রায়ন |
৪৯৩০০০ |
৯২ জন |
সুদমুক্ত ক্ষুদ্র ঋন তহবিল |
৩৯৩৫০০০০ |
২৭১৩ জন |
৩. শিশু ও কিশোর কল্যাণ কার্যক্রমঃ
জেলা সমাজসেবা কার্যালয় অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু/কিশোরদে লালন পালন,ভরনপোষন ও তত্ত্বাবধান করে শিশু/কিশোরদের কল্যাণ করে গৃহীত অর্জনসমুহ।
কার্যক্রম |
আসন সংখ্যা |
উপকারভোগী |
|
|
|
লালন পালন |
পূনর্বাসন |
সরকারী শিশূ পরিবার শ্রীমংগল |
১০০ জন |
১০০ জন |
৩২ জন |
সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম |
১০ জন |
০৫ জন |
২ জন |
বেসরকারী এতিমখানা (২৩টি) |
৭৩৯ জন |
৭৩৯ জন |
- |
৪. হাসপাতাল সমাজসেবা কার্যক্রমঃ
মৌলভীবাজার জেলায় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্স হাসপাতালে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে দুঃস্থ,অসহায় ও সমস্যাগ্রস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা প্রদান করা হয় ।যার মাধ্যমে অর্জিত
সুবিধাভোগীর সংখ্যাঃ৫৩৩৮ জন।
৫. প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিসঃ
আইনের সংস্পর্শ আসা,আইনের সংঘাতে আসা ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিসের মাধ্যমে শিশু অধিকার সুরক্ষা করা হচ্ছে ।এই সেবার মাধ্যমে আইনের সংস্পর্শ আসা ও আইনের সংঘাতে আসা শিশুদের কারাগারে না পাঠিয়ে বিভিন্ন সংশোধনী প্রতিষ্ঠানে প্রেরন ও প্রবেশন অফিসারে তত্ত্বাবধানে পূনর্বাসন করা হয় । সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন সেল্টার হোমে নিরাপদ সুবিধায় তত্ত্বাবধান করা হয় । ফলত মৌলভীবাজার জেলায় কারাগারে কোন শিশু কয়েদি নাই ।
৬. সেচ্চাসেবী প্রতিষ্ঠান নিবন্ধন,নিয়ন্ত্রন ও তত্ত্বাবধনঃ
সরকারী পাশাপাশি বেসরকারী সংস্থা সমাজকল্যাণমূলক কাজে সম্পৃত্তকরনের লক্ষে ১৯৬১ সনের ৪৬ নং সেচ্চাসেবকমূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান(রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রন)অর্ডিন্যান্স এর সেচ্চাসেবী প্রতিষ্ঠান নিবন্ধন করা হচ্ছে । মৌলভীবাজার জেলায় ৪৫৯টি নিবন্ধনকৃত সংস্থাকরনের মাধ্যামে বেসরকারী প্রতিষ্টানকে সমাজসেবামূলক কাজে সম্পৃত্তকরন সুফল অর্জিত হয়েছে । প্রতি বছরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে সেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমুহ অনুদান প্রদান করা হচ্ছে ।
৭. প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা কার্যক্রমঃ
ক. প্রতিবন্ধী শনাক্তকরন জরিপঃ প্রতিবন্ধী শনাক্তকরন জরিপ মাধ্যমে মাঠ পর্যায় প্রতিবন্ধিতা শনাক্তকরন করা হয় । মৌলভীবাজার জেলায় প্রতিবন্ধীর তথ্য ভান্ডার সন্নিবেশিত হয় ।
জেলার নাম |
প্রতিবন্ধীর ধরন |
সংখ্যা |
মৌলভীবাজার |
অটিজম |
৯৮০ |
শারীরিক প্রদিবন্ধী |
৭৯১৬ |
|
দীর্ঘস্থায়ী মানসিক জনিত অসুস্থ |
৬৯৯ |
|
দৃষ্টি প্রতিবন্ধী |
১৯৮১ |
|
বাক প্রতিবন্ধী |
১৩০২ |
|
শ্রবনদৃষ্টি প্রতিবন্ধী |
৭৭ |
|
সেরিব্রাল পালসি |
৮৩৬ |
|
বহুমাত্রিক |
১৯৮২ |
|
ডাউন সিনড্রম |
১২ |
|
বুদ্বি প্রতিবন্ধী |
৯৫০ |
|
অন্যান্য |
১৪৯ |
|
সর্বমোট |
১৭৪৭৪ |
খ. প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন চিকিৎসা সেবা ও উপকরন সরবরাহ করা হয় । মৌলভীবাজার জেলায় সদর ও রাজনগর উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আছে ।
সুবিধাভোগী সংখ্যাঃ২১৪৫২ জন ।
গ.নিউরোডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা কার্যক্রমঃ
নিউরোডেভলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহাযতা প্রদান করা হয় ।
সুবিধাভোগী-১৫ জন।
৫০০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে ।
৮. মানব সম্পদ উন্নয়ন কার্যক্রমঃ
সমাজসেবা কার্যালয় অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন ও কারিগরী প্রশিক্ষন কার্যক্রম পরিচালিত হয় । যার ফলত অর্জনসমূহঃ
প্রতিষ্ঠানের নাম |
প্রশিক্ষনের ধরন |
অংশগ্রহনকারী |
শহর সমাজসেবা কার্যক্রম |
কম্পিউটার |
৬৩৩ জন |
|
সেলাই |
৩৮ জন |
মোট |
|
৬৭১ জন |
এতিম ও কারিগরী ছেলেমেয়েদের কারিগরী প্রশিক্ষন কেন্দ্র |
কম্পিউটার |
১৫ জন |
|
সেলাই |
১২৫ জন |
|
বুটিক |
৭৭ জন |
মোট |
|
২১৭ জন |
৯. সমাজসেবার ডিজিটাইজেশনঃ
ডিজিটাল বাংলাদেশ গড়নের লক্ষে সমাজসেবা অধিদফতর বিভিন্ন সেবায় ডিজিটালজড করনের অর্জন করেছে ।
জেলা সমাজসেবা কার্যালয় মৌলভীবাজার ডিজিটালাইজড অর্জনসমূহঃ
১. ই-ফাইলিংঃ জেলা সমাজসেবা কার্যালয় সহ শহর সমাজসেবা কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয় সদর ও উপজেলা সমাজসেবা কার্যালয় কমলগঞ্জ ই ফাইলিং লাইভে আছে ।
২.ডিসএ্যা্বিলিটি ইনফরমেশন সিস্টেমঃ প্রতিবন্ধী শনাক্তকরন,স্মার্ট কার্ড প্রদান সহ প্রতিবন্ধী তথ্য ভান্ডার তৈরী হয়েছে ।
৩. ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেমঃ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা,বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ডাটাবেইজ তৈরী ।
৪.কেস ম্যানেজমেন্ট সিস্টেমঃ সুবিধা বঞ্চিত শিশুদের সুরক্ষায় শিশুর তথ্য ভান্ডার ।
৫.১০৯৮ টোল ফ্রি চাইল্ড হেল্প লাইন ।
৬.ফাইনেনসিয়াল এইড ম্যানেজম্যান্ট সিস্টেমঃ ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজ ও জন্মগত হৃদরোগীদের অনলাইন অনুদানের আবেদন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস